শুক্রবারে আসছে সিন অফ কার্নেজের প্রথম (ইপি) অ্যালবাম ‘ভেবে না ভেবে’

দেশের হেভি মেটাল ও এক্সপেরিমেন্টাল ঘরানার ব্যান্ড ‘সিন অফ কার্নেজ’। ২০০৯ সালে যাত্রা শুরু করা ব্যান্ডটি শুক্রবার প্রকাশ করছে তাদের প্রথম (ইপি) অ্যালবাম ‘ভেবে না ভেবে’। ব্যান্ডটির ফেসবুক পেজ থেকে ইতোমধ্যে অ্যালবামের টিজার প্রকাশ করা হয়েছে।তান্ডব’, ‘ব্ল্যাকবক্স’ ও ‘অধম’ শিরোনামের তিনটি গান দিয়েই সাজানো হয়েছে তাদের (ইপি) অ্যালবাম।

‘সিন অফ কার্নেজ’ বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ও ওপেন কনসার্টের পাশাপাশি অনেক টিভি চ্যানেল ও রেডিওতে শো সিনে অফ কার্নেজের রক ৯০৯ ও রকহোলিক নামের দুইটি মিক্সড অ্যালবামে তাদের ‘তন্ত্রের ক্রীতদাস’ ও ‘অন্য আলোর গান’ নামের দুইটি সিঙ্গেল প্রকাশিত হয়।

ইপি অ্যালবামের ধারণা বাংলাদেশে প্রায় নতুন হওয়ায় ও বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যান্ডটি তাদের এই অ্যালবাম অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।

২৩ অক্টোবর রাত ৮ টায় তাদের ফেসবুক পেজ Sin of Carnage এর ইভেন্টের পর ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অ্যালবামটি বিনামূল্যে শোনা যাবে বলে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে।