শীর্ষেই থাকছে আর্জেন্টিনা, জার্মানি-ব্রাজিলের উন্নতি

ক্রীড়া ডেস্ক : ২০ অক্টোবর ফিফা সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করবে। তার আগেই খসড়া র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে।

তাতে দেখা যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা সুবিধা করতে না পারলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানেই থাকছে আলবিসিলেস্তারা। তবে উন্নতি করেছে ব্রাজিল ও জার্মানি। প্রকাশিতব্য র‌্যাঙ্কিংয়ে জার্মানি উঠে আসবে দ্বিতীয় স্থানে। আর ব্রাজিল অবস্থান নিবে তৃতীয় স্থানে। গেল দুই বছরে এই প্রথম তৃতীয় স্থানে উঠতে যাচ্ছে সেলেকাওরা।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করে। আর ১-০ গোলে হার মানে প্যারাগুয়ের কাছে। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও ব্যবধান কমে যাবে। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান হবে ১৫৬। যেটা আগে ছিল ২৭৭।

argentina_topo
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চেক রিপাবলিক ও নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে জার্মানি। অন্যদিকে বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে জয় পাওয়ায় র‌্যাঙ্কিংয়ে উন্নতি হতে যাচ্ছে ব্রাজিলেরও। তারা জার্মানির পরেই অবস্থান নিতে যাচ্ছে।

আগের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম নেমে যাবে চতুর্থ স্থানে।
নতুন ফিফা র‌্যাঙ্কিং যেমন হবে :

১. আর্জেন্টিনা
২. জার্মানি
৩. ব্রাজিল
৪. বেলজিয়াম
৫. কলম্বিয়া
৬. চিলি
৭. ফ্রান্স
৮. পর্তুগাল
৯. উরুগুয়ে
১০. স্পেন
১১. ওয়েলস
১২. ইংল্যান্ড
১৩. ইতালি
১৪. সুইজারল্যান্ড
১৫. পোল্যান্ড
১৬. ক্রোয়েশিয়া
১৭. মেক্সিকো
১৮. কোস্টারিকা
১৯. ইকুয়েডর
২০. নেদারল্যান্ডস।