‘শিমুলিয়া-কাঁঠালবাড়ি সচলে রাখতে হবে বিকল্প চ্যানেল’

সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস সচলে বিকল্প চ্যানেল রাখতে হবে, যাতে একটায় সমস্যা হলে আরেকটা চ্যানেল দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখা যায়।

তিনি শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের বলেন, নদী মাতৃক বাংলাদেশের নৌপথগুলো সচল রাখতে ড্রেজিংয়ের যথাযথ সক্ষমতা রাখতে হবে। নৌপথগুলো ড্রেজিং করা হলে বন্যায়ও ক্ষতি কম হবে।

তিনি বলেন, তিনি দায়িত্বে থাকা অবস্থায় লোয়ার কুমার নদী ১৭ কিলোমিটার ১৮ ফুট গভীর করে কাটা হয়। এর সুফল পেয়েছেন মানুষ। এবার বন্যায় মাদারীপুর শহরে পানি ওঠেনি।

সাবেক মন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর পর আমিই দক্ষিণালঞ্চের প্রথম নৌ মন্ত্রী ছিলাম। মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে গেছি।

তিনি শিমুলিয়া ঘাটের খোঁজখবর শেষে স্পিডবোটে করে পদ্মা পার হয়ে নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরে যান।