সীমিত আকারে ফেরি চলাচল

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ-স্পিডবোট বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাট

পদ্মায় প্রবল স্রোত আর ঢেউয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আর ফেরি চলছে মাত্র ৭টি। এজন্য পাড়ের অপেক্ষায় ভিড় বাড়ছে যানবাহনের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএয়ের সহকারি পরিচারক শাহাদাৎ হোসেন জানান, ১ নম্বর সতর্ক সঙ্কেত থাকলেও বাতাসের কারণে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। স্রোতও প্রবল থাকায় বেলা সাড়ে ১২টা থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএর এজিএম মো. সফিকুল ইসলাম জানান, ঢেউয়ের কারণে ঠেলা ফেরি বন্ধ রাখা হয়েছ। এখন সীমিত আকারে ৭টি ফেরি চলছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের ভিড় বেড়েছে। দু’পাড়ে অর্ধ সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

এছাড়া পদ্মা সেতুর ২৫ ও ২৬ নম্বর খুঁটির নিচে নাব্যতা দেখা দিয়েছে। তাই ফেরি আটকে যাচ্ছে। পদ্মা উত্তাল থাকায় ফেরিগুলো গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে প্রায় দ্বিগুণ।

বহরের ১৭ ফেরির মধ্যে ঘাটে আছে ১৫টি। ২টি অন্যত্র পাঠানো হয়েছে। অলস বসে আছে ৮টি। এছাড়াও ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪শ’ স্পিডবোটের সবই অলস বসে আছে।