পদ্মায় বিলীন

শিমুলিয়ার ৩ নম্বর ফেরি ঘাট চালু

৩ নম্বর ফেরি ঘাট

পদ্মায় বিলীন হওয়ার ১৪ দিনের মাথায় শিমুলিয়ার ৩ নম্বর ফেরি ঘাট সোমবার (১০ আগস্ট) আবার চালু করা হয়েছে। এর ফলে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ৮টি ফেরি সচল করা সম্ভব হয়েছে।

গত ২৮ জুলাই প্রবল স্রোতে পদ্মায় বিলীন হয় শিমুলিয়া ৩ নং রো রো ফেরি ঘাট। এর ৯ দিনের মাথায় ৬ আগস্ট বিলীন হয় ৪ নম্বর ফেরি ঘাটও।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে রো রো ফেরি এনায়েতপুরী ৩ নম্বর ফেরি ঘাটে যানবাহন খালাস করেছে। শিমুলিয়ার ৪টি ঘাটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ঘাট বিলীন হওয়ায় সঙ্কট তৈরি হয়। বর্তমানে ঘাট সঙ্কট অনেকটা লাঘব হয়েছে বলে জানা গেছে।

৪ নম্বর ঘাটও পুনঃস্থাপনের চেষ্টা করা হবে বলে জানিয়ে বিআইডব্লিউটিয়ের সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, একই সাথে ভাঙনের মুখে থাকা ২ নম্বর ঘাট রক্ষায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

এ নৌরুটে ১৭ ফেরির মধ্য অন্যত্র পাঠানো ২ ফেরি ফিরিয়ে আনা হবে বলে জানান বিআইডব্লিউটিসির এজিএম মো.সফিকুর রহমান।