‘শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : সিলেটে কলেজ ছাত্রী খাজিদা আক্তারের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয়তাবাদী মহিলা দল বলেছে, ‘সরকারের আশকারায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে।’

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই মন্তব্য করেন।

তারা বলেন, ‘সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ক্যাডারদের হত্যা, নির্যাতন-নিপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাস এখন নিত্যদিনের ঘটনা। তারই নির্মম বহিঃপ্রকাশ সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তারকে নির্মমভাবে কুপিয়ে আহত করার মধ্যদিয়ে। এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’

বিবৃতিতে খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসের সুস্থতা কামনা করা হয়।