শিক্ষামন্ত্রীর সঙ্গে জবি শিক্ষক সমিতির বৈঠক রোববার

জবি প্রতিনিধি : আবাসিক হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের পুরনো ভবনের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে আলোচনার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে রোববার বৈঠক করবেন জবি শিক্ষক সমিতির সদস্যরা।

রোববার সকাল সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা। শনিবার সন্ধ্যায় এ কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

তিনি জানান, শিক্ষকদের ১৫ জনের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। শিক্ষামন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনের দাবি জানাবেন শিক্ষকরা। এবার বৈঠক অধিক ফলপ্রসু হবে বলে আশা করেন তিনি।

উল্লেখ্য, আবাসিক হল নির্মাণের সুস্পষ্ট ঘোষণা ও কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের দাবিতে গত ২ আগস্ট থেকে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা।