শিক্ষক সমিতির ২০১৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ছগীর হোসেন খন্দকার গত ২৮ নভেম্বর তফসিল ঘোষণা করেন। ১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা এবং ৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের দুটি প্যানেল অংশগ্রহণ করছে। এবারের নির্বাচনে সাদা দল অংশগ্রহণ করছে না।

নীল দলের একটি পক্ষ ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. সেলিমকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে একটি প্যানেল ঘোষণা করেছে।

অপর পক্ষ থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. প্রিয়ব্রত পালকে সভাপতি ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে প্যানেল ঘোষণা করেছে।

শিক্ষকরা জানান, নির্বাচনে একই আদর্শের দুটি প্যানেল হওয়ায় ভোটাররা ব্যক্তি ইমেজের ওপর গুরুত্ব দেবেন। যারা শিক্ষকদের স্বার্থে কাজ করেন, তাদেরকেই নির্বাচিত করবেন বলে শিক্ষকরা অভিমত প্রকাশ করেন।

সুষ্ঠু ও সুন্দরভাবে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ছগীর হোসেন খন্দকার।