শিউলী আক্তারকে শ্বাসরোধে হত্যা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. জয়নাল আবেদীনের স্ত্রী শিউলী আক্তারকে (৩৮) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

পুলিশ আজ শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের সাধুয়ারকান্দা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জোৎ¯œা আক্তারের (১৪) সঙ্গে তারই ফুফাত ভাই একই গ্রামের দুলাল মিয়ার ছেলে আমিরুল ইসলামের (১৭) বিয়ের কথা চলছিল। শিউলী আক্তার অল্প বয়সে মেয়ের বিয়ে দিতে আপত্তি করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং প্রায়ই ঝগড়া হতো। এরই জেওে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গৃহবধূ শিউলী আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর তার বাড়ির পাশে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ আজ শুক্রবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় নখের আঁচড় রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।