স্বাস্থ্যখাতে দুর্নীতি

‘শাহেদের মতো অপরাধীদের সরকার সহ্য করে না’

শাহেদের মতো অপরাধীদের সরকার সহ্য করে না

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ইউরোপ-আমেরিকায় গণকবর হয়েছে। বাংলাদেশে কোনো গণকবর হয়নি। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করেই করোনায় মৃতদের দাফন সৎকার হয়েছে। স্বাস্থ্যখাতে যারা অনিয়ম দুর্নীতির অভিযোগ করছেন তারাই হাওয়া ভবনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। যারা এসব বলে তারা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। বর্তমান সরকার শাহেদের মতো অপরাধীদের সহ্য করে না। যারা স্বাস্থ্যখাতে দুর্নীতির কথা ফলাও করার চেষ্টা করছেন তারা সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত।

রংপুরে সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মিলনায়তনে প্রধানমন্ত্রীর নির্দেশনানুসারে করোনাকালে বিপদগ্রস্ত রংপুর বিভাগের ছয় জেলার দুশ একজন সাংবাদিককে এককালীন ১০ হাজার টাকা করে সহায়তার চেক তুলে দেয়া হয়।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার হামলার শিকার হয়েছেন, ততবারই সাংবাদিকরা তার পাশে দাঁড়িয়েছেন। যতবার তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিক বন্ধুরা ঢাল হয়ে তাকে রক্ষা করেছেন। তিনি সাংবাদিকদের সেই ভূমিকা সব সময় মনে রাখেন। করোনাকালে অনেকের মতো যখন সংবাদকর্মীরা বিপাকে পড়েছেন, কেউ তাদের নিয়ে ভাবার আগেই প্রধানমন্ত্রী সাংবাদিকদের অনুদানের ব্যবস্থা করেছেন। দল-মত নির্বিশেষে সারা দেশের সাংবাদিকদের এ সহায়তা দেয়া হচ্ছে বলে জানান খালিদ মাহমুদ।

বন্যা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন খানে ফেরিঘাট, রাস্তাঘাট ভেঙে গেলেও কোথাও যোগাযোগ ব্যবস্থা থেমে নেই। আটানব্বই বা আটাশির বন্যা অতিক্রম করতে পারে এমন পূর্বাভাসের প্রেক্ষিতে বন্যা মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট ও রংপুর প্রেস ক্লাবের আয়োজনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কে এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ, বিএমইউজে যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, ফারুক আহমেদ তালুকদার, রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শাফি সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।