শাহরুখ-গৌরীর অফিসে আইসিইউ সেন্টার

শাহরুখ-গৌরী

করোনা মোকাবিলায় নিজের ৪তলা অফিসে ১৫ শয্যার আইসিইউ সেন্টার তৈরির জন্য ছেড়ে দিলেন শাহরুখ-গৌরী। সেখানে ফ্রি খাবার সরবরাহ করবে তার স্বেচ্ছাসেবী সংগঠন।

শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন, হিন্দুজা হাসপাতাল ও বিএমসি’র যৌথ উদ্যোগে সোমবার (১০ আগস্ট) থেকেই এই আইসিইউ সেন্টার চালু করা হয়েছে। সেখানে সম্পূর্ণ করোনা রোগীদের চিকিৎসা দেয়া হবে।

জানা গেছে, শাহরুখের ওই অফিসে ১৫ শয্যার আইসিইউ-তে থাকছে লিকুইড অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক, হাই ফ্লো অক্সিজেন মেশিন ও ভেন্টিলেটর। এছাড়া সেখানে ২৪ ঘণ্টাই চিকিৎসক, নার্স, মেডিক্যাল স্টাফ সকলেই থাকবেন। এই সেন্টারের এক তলাতে অক্সিজেন পরিষেবা সহ মোট ৬টি শয্যা থাকছে। বাকি দুটি তলায় ৪টি ও ৫টি করে শয্যা থাকবে।

গত ২৪ এপ্রিল মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত এই অফিস কোয়ারেন্টাই সেন্টার গড়ার জন্য বিএমসিকে ছেড়ে দেন শাহরুখ-গৌরী। এখানে শুধু উপসর্গহীন রোগীদের কোয়ারেন্টাইন করা হত। এতদিন পর্যন্ত মোট ৬৬টি জন রোগী এখানে ছিলেন। তাদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১২ জনকে অন্যত্র স্থানান্তরিত করে এখানে আইসিইউ সেন্টার গড়ার কাজ শুরু হয়েছে গত ১৪ জুলাই থেকে।

এছাড়া, এখানে যারা থাকবেন, তাঁদের খাবার সরবরাহ থেকে আরও বেশকিছু দায়িত্ব নেবে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা।