শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

করোনা মহামারীর মধ্যে পরীক্ষা না নেয়াসহ ৪ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়েছে শাহবাগ মোড়।

রোববার (০৮ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীদের টানা ২ ঘণ্টা বিক্ষোভ, অবস্থানের পর পুলিশ হটিয়ে দিতে চাইলে দুপুরে পাল্টে যায় শাহবাগের চেনা রূপ। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন।

রোববার দুপুর সোয়া ১টা। হঠাৎই উত্তপ্ত রাজধানীর শাহবাগ মোড়। ৪ দফা দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীদের পুলিশ সরিয়ে নিতে চাইলে দেখা দেয় উত্তেজনা। প্রায় আধাঘণ্টার ধাওয়া-পাল্টা ধাওয়া, ধস্তাধস্তির পর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বেশ কয়েকজন সহপাঠী আহত হওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘ছেলে পুলিশ কেন মেয়েদের গায়ে হাত দিবে? আমরা কি দেশের নাগরিক না? আমরা রাস্তার পাশে দাঁড়াতেই পারি। আমরা রাস্তার পাশে দাঁড়ানোর পরও আমাদের মারা হয়েছে। আমাদেরকে কেন মারা হয়েছে কেন মারা হয়েছে এর জবাব আমরা চাই।’

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলেন, ‘একটা পুলিশ এসে কীভাবে মেয়েদের হাতে ধরে, ঘাড়ে ধরে উঠায় নিয়ে যাচ্ছে? যেকোন স্টুডেন্টদের গায়ে তারা হাত তোলার অধিকার রাখে না। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের উপর যে অভিচারটা হয়েছে, তিনি যেন এর প্রকৃত ব্যবস্থা নেন।’

যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো শিক্ষার্থীদের দিকে অভিযোগের তীর ছুঁড়লো পুলিশ।

শাহবাগ থানার এডিসি বলেন, ‘আমাদের সঙ্গে অবশ্যই নারী পুলিশ ছিল এবং নারী পুলিশ আমাদের সামনে ছিল। তারা অভিযোগের স্বার্থে অভিযোগ করেছেন। আন্দোলনের কেউ যদি রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা তাদেরকে অনুনয়ের মাধ্যমে এখান থেকে সরানোর চেষ্টা করেছি। তারা আমাদের আক্রমণের চেষ্টা করেছে, আমরা এটা প্রতিহত করেছি।’

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমরা পরীক্ষা দিব না বলিনি। আমরা পরীক্ষা করোনার মধ্যে দিব না। করোনার পরে যদি পরীক্ষা নেই সেটাতে আমরা রাজি আছি। করোনার মধ্যে পরীক্ষা দিতে গেলে আমাদের হোস্টেলে থাকতে হবে। আমাদের একতা জীবনের ঝুঁকি থেকে যায়।’

গত ২৭ অক্টোবর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের নোটিশ জারির পরই আন্দোলনে নামে শিক্ষার্থীরা।