শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি সোনাসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ২শ’ গ্রাম সোনা সহ সৌদি থেকে আগত এক যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কাস্টম হাউস, ঢাকার এ শিফটের কর্মীরা তাকে আটক করে।

কাস্টমস জানায়, কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত এ শিফট কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকে। গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে আনুমানিক দুপুর ১২টায় জেদ্দা থেকে আসা ফ্লাইট নং- BG- 4136 এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ২০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।

আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।