শাস্তি কমল মারিয়া শারাপোভার

ক্রীড়া ডেস্ক: কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিলের ভিত্তিতে শাস্তি কমেছে টেনিস তারকা মারিয়া শারাপোভার।

নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। তবে সিএএসে আবেদনের ভিত্তিতে তা কমে ১৫ মাস হয়েছে।

শাস্তি কমায় ২০১৭ সালের ২৬ এপ্রিল টেনিস কোর্টে ফিরতে পারবেন শারাপোভা। সিএএসে’র রায়ের পর তিনি বলেন, ‘আামি কোর্টে ফেরার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। বিভিন্ন ভাবে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আবারো প্রিয় এই খেলাটিতে ফিরতে পারলে আমার খুব ভালো লাগবে। টেনিস আমার আবেগের জায়গা, আমি এটিকে খুব মিস করছি।’

মেলডনিয়াম নামক মাদক গ্রহনের অপরাধে শারাপোভাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে এটি ঔষধ হিসেবে গ্রহন করেছেন বলে দাবি রাশিয়ান এই টেনিস ললনার। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের আগে শারাপোভা ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েন।