শনিবার সিলেটে পাঁচ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো

নিজস্ব প্রতিবেদক, সিলেট : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড উপলক্ষে আগামীকাল শনিবার সিলেটে পাঁচ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের ১২ জেলা এবং সিলেট মহানগরীতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিলেটের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, সিলেট জেলার ১২ উপজেলায় চার লাখ ৪১ হাজার ৮৭৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তন্মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৭২২ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৯৬ হাজার ১০৬ জন।

জেলার স্থায়ী-অস্থায়ী দুই হাজার ৫৬৩টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সব কেন্দ্রে ছয় হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।

এদিকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সচিব বদরুল হক জানান, সিলেট নগরীতে ৬৫ হাজার ৯৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২১০টি স্থায়ী-অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬৩০ জন স্বেচ্ছাসেবী এসব কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।