শততম প্রাপ্তি

মিরপুর থেকে : শফিউল ইসলামের বলে দৌলত জাদরান মিড অফে ক্যাচ তুলে দিতেই স্টেডিয়ামের গ্যালারিতে উল্লাস শুরু। মাঠে পয়েন্ট থেকে সবার আগে দৌড়ে এসে হাত মেলালেন তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ জানালেন অভিবাদন। মাশরাফি বিন মুর্তজার চোখে-মুখে হাসি, প্রাপ্তির আনন্দ। বোঝাই যাচ্ছিল ‘বড়’ কিছু অর্জন করেছে টিম বাংলাদেশ।

দৃশ্যটি কয়েকমাস আগেও নিয়মিত ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। কিন্তু আফগানিস্তানের দাপুটে এক ম্যাচে সব ওলটপালট! পুচকে আফগানিস্তান বাংলাদেশ শিবির কাঁপিয়ে দেবে, তা কেউ ভাবতেও পারেনি। আত্মবিশ্বাসের কমতি ছিল না বাংলাদেশের। কিন্তু আফগানিস্তান বাড়তি চমক সৃষ্টি করে। সেই চমকে এক ম্যাচে ধরাশয়ী টাইগাররা!

আফগানিস্তান যতই চমক সৃষ্টি করুক, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে আপন কক্ষপথে এগিয়ে চলছে। তা আরেকবার প্রমাণ পাওয়া গেল শনিবার। ক্রিকেটের নব্য পরাশক্তি আবারও গর্জে উঠেছে। সেই গর্জনে শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তান হেরেছে ১৪১ রানে।

আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে আফগানিস্তানকে ১৩৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

এ নিয়ে ঘরের মাঠে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। একইসঙ্গে এটি বাংলাদেশের ওয়ানডেতে শততম জয়। হাঁটি হাঁটি পা পা করে শুরু করা বাংলাদেশ আজ পেল জয়ের সেঞ্চুরির অমৃত স্বাদ।

ম্যাচের নায়ক তামিম ইকবাল। বাংলাদেশের ৫০তম ম্যাচের নায়কও ছিলেন দেশসেরা এই ওপেনার। সেবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১৫৪ রানের ইনিংস। এবার আফগানিস্তানের বিপক্ষে খেলে করেছেন ১১৮ রান। তার সপ্তম সেঞ্চুরি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ। সাকিব করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬টি। ১১৮ বলে ১১ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তামিম।

তামিম মূল নায়ক হলেও পাশ্র্বনায়কের অভাব নেই এই জয়ে। মোশাররফ হোসেন রুবেলের নাম সবার আগে বলতেই হবে। সাড়ে আট বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে যেভাবে পারফর্ম করেছেন, সেজন্য রুবেলকে বাহবা দিতেই হবে।

ব্যাট হাতে (১৪ বলে ৪ রান) বল মিস করে দর্শকের ধুয়োধ্বনি শোনা রুবেল বল হাতে দর্শকের কড়া জবাব দেন। নিজের তৃতীয় ওভারে নেন দুই উইকেট। সেটাও আফগান দলের দুই বড় তারকা। নওরোজ মঙ্গলকে এলবিডব্লিউ করার পর হাসমতউল্লাহ শাহিদিকে ক্যাচে পরিণত করেন রুবেল।

পরবর্তীতে ২৬তম ওভারে এসে মোহাম্মদ নবীকে ফিরতি ক্যাচে আউট করেন বাঁহাতি এ স্পিনার। প্রত্যাবর্তনের ম্যাচে তার বোলিং ফিগার ৮-০-২৪-৩। সেইসঙ্গে পেসার তাসকিনের ২টি ও শফিউল এবং মোসাদ্দেকের ১ উইকেট তো আছেই।

সাব্বির রহমানকেও বলতে হবে নায়ক। ব্যাটিংয়ে তিনে নেমে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরির স্বাদ পেয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান। ৭৯ বলে ৬ চার ও ৩ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান করেছেন সাব্বির। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে সাব্বির যোগ করেন ১৪০ রান, যা যেকোনো উইকেটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। শেষদিকে মাহমুদউল্লাহ ২২ বলে ৪ চার ও ১ ছক্কায় যে ৩২ রান করেছেন, সেটাই স্কোরবোর্ডে বড় ব্যবধান গড়ে দিয়েছে।

জয়ের রাতে মাশরাফি বিন মুর্তজার কথা আলাদা করে বলতে হবে। আফগান শিবিরে প্রথম আঘাতের পর হঠাৎ পপিং ক্রিজে পিছলে যান মাশরাফি। সেটি ছিল তার দ্বিতীয় ওভার। মাঠেই হালকা চিকিৎসা নিয়ে ওই স্পেলে আরো ১ ওভার বল করেন নড়াইল এক্সপ্রেস। ১১তম ওভারে দ্বিতীয় স্পেল শুরু। প্রথম দুই স্পেলে ৬ ওভারে ২ মেডেনসহ ১৫ রানে নেন ১ উইকেট। এক কথায় অসাধারণ বলতেই হবে।

ওই ওভারের পর মাঠ ছেড়ে সাকিবের হাতে দলের দায়িত্ব দিয়ে যান। এরপর ২৬তম ওভারে মাঠে ফিরে শততম জয়টা উপভোগ করেই মাঠ ছাড়েন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ৫০ ওভারে ২৭৯/৮
আফগানিস্তান : ৩৩.৫ ওভারে ১৩৮
ফল : বাংলাদেশ ১৪১ রানে জয়ী
সিরিজ : বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা : তামিম ইকবাল।