লৌহজংয়ে পদ্মার ভাঙনে বিলীন চার গ্রাম

ভাঙনে বিলীন চার গ্রাম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার ভাঙনে একেবারে বিলীন হয়ে গেছে চারটি গ্রাম । নিশ্চিহ্ন হওয়ার পথে আরও সাতটি গ্রাম। হারিয়ে যাওয়া গ্রামের শত শত পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভাঙন কবলিত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন।

পদ্মায় হারিয়ে যাওয়া চারটি গ্রাম ব্রাম্মনগাঁও, দুয়াল্লি, কলিকাল ও সাইনহাটি এখন শুধু স্মৃতি।

উত্তাল পদ্মায় বিলীনের পথে আরও সাতটি গ্রাম ভোজগাঁও, রাউৎগাঁও, সংগ্রামবীর, পাইকারা,গাঁওপাড়া, ঝাউটিয়া ও উত্তর দিঘলী। তাহমিনার মত এসব গ্রামের শত শত পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেতে সবাই ব্যস্ত। যে যার মতো করে দ্রুত সরিয়ে নিচ্ছেন বাড়িঘরের খুঁটি, টিনসহ সব আসবাবপত্র। অনেকেই আবার সব কিছু নিয়ে নৌকায় যাত্রা শুরু করেছেন অনিশ্চিত গন্তব্যে।

ভাঙন কবলিত মানুষরা জানান, এখানে কিছুই নাই। সব নদী নিয়ে গেছে। আমাদের মসজিদও নদীগর্ভে বিলীন।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের ইউএনও কাবিরুল ইসলাম খান, আমরা একটা ডাটাবেজ তৈরি করছি। যাদের বাড়ি নদীতে চলে গেছে তাদেরকে পুর্নবাসন করা হবে।

বন্যার পানিতে তলিয়ে থাকা এমন ৫ শ’র বেশি বাড়িঘর পদ্মায় হারিয়ে গেছে। আর সরকারি হিসেবে আড়াইশোর হেক্টরের বেশি ফসলি জমি নিশ্চিহ্ন হয়ে গেছে।