লেবানন বিস্ফোরণঃ গৃহহীন প্রায় ৩ লাখ মানুষ

ভয়াবহ বিস্ফোরণের পর নানা অনিশ্চয়তায় দ্বিতীয় রাতযাপন করলেন লেবাননের বৈরুতবাসী। শহরজুড়ে এখন শুধুই ধ্বংসযজ্ঞ। সহায় সম্বল হারিয়ে রাস্তায় নেমেছেন প্রায় ৩ লাখ মানুষ। করোনা মহামারীর মধ্যে এমন সঙ্কটে দিশেহারা স্থানীয়রা।

এখন বাস্তুচ্যুত বৈরুতে বসবাসরত আরও প্রায় তিন লাখ মানুষ। শুধু মাথার ওপর ছাদ নেই, নেই ক্ষুধা নিবারণের খাবারও। করোনা মহামারীর মধ্যেই ভয়াবহ এই ঘটনায় দারিদ্রসীমার নিচে নেমে এসেছে দেশটির মোট জনসংখ্যার অর্ধেক মানুষ। ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে ত্রাণ আর খাদ্য সহায়তা আসতে শুরু করলেও তা যথেষ্ট নয়।

একজন বলেন, জানি না কোথায় যাবো। কোথাও কোন মাথা গোঁজার জায়গা নেই। এভাবে পথে থাকতে হবে কখনও ভাবতে পারিনি। সংকটময় এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে আরও সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ, রেড ক্রসসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা।