লেবাননে জরুরি অবস্থার মেয়াদ ১ মাস বাড়লো

লেবাননে জরুরি অবস্থার মেয়াদ

লেবাননে জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চলমান অস্থিতিশীলতার মধ্যেই বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ ঘোষণা দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

একই দিন, দেশটির সরকার পতনের পর প্রথমবারের মতো পার্লামেন্টে অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে নির্দিষ্ট পার্লামেন্ট ভবনের পরিবর্তে ইউনেস্কো প্যালেসে একত্রিত হন দেশটির আইন-প্রণেতারা।

লেবাননের বৈরুতে ৪ আগস্টের ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর প্রথমবারের মতো পার্লামেন্টের অধিবেশনে যোগ দিতে বৃহস্পতিবার দেশটির আইন-প্রণেতাদের এক হতে দেখা যায়। তবে গত কয়েকদিন ধরে পার্লামেন্ট ভবনের বাইরে সরকারের পদত্যাগের দাবিতে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের রোষানল এড়াতে এবং একই সঙ্গে অধিবেশনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নির্দিষ্ট পার্লামেন্ট ভবনের পরিবর্তে এ অধিবেশন অনুষ্ঠিত হয় ইউনেস্কো প্যালেসে। এসময় তারা দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে করণীয় নিয়ে আলোচনা করেন।

একই দিন, লেবানন সফরের দ্বিতীয় দিনে বৈরুতে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মার্কিন কূটনীতিক ডেভিড হ্যায়েল। তিনি জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে লেবানন ও আন্তর্জাতিক তদন্তকারীদের সঙ্গে কাজ করবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসময় তিনি বলেন, চলমান সংকট নিরসনে বৈরুতকে সার্বিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লেবাননে জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়টি নিশ্চিত করেন। এসময় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন ধরণের অবহেলা না করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর তিনি।