লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ভোলা মোহাম্মদ শাহাদাত হোসেন বাপ্পিঃ “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার”-এই স্লোগানকে বাস্তবায়নে লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

আজ ২৭-০৯-২০২০ তারিখ অফিসার ইনচার্জ লালমোহন থানা, ভোলার সভাপতিত্বে লালমোহন থানা ভবনে মাদক, জঙ্গি, ইভটিজিং, বাল্য-বিবহ, সাইবার ক্রাইম সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভোলা-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা।

পুলিশ সুপার বলেন পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে, জনগনের কর্মচারী হিসেবে, জনগণের অতি আপন পুলিশ হয়ে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ বাস্তবায়নে বিট পুলিশিং কার্যক্রমকে জনগনের কাছাকাছি পৌঁছে দিতে পুলিশকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। থানার সেবার মান বৃদ্ধি, পুলিশের সেবাকে সরাসরি থানা থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করে পুলিশিং কার্যক্রমকে তরানিত্ব, গতিশীল, গনমুখী ও জনবান্ধব পুলিশি সেবা প্রদানে জনগনকে আশ্বাস দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান সহ লালমোহন থানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।