লম্বা ৩৩ ফুট সাপ

আন্তর্জাতিক ডেস্ক : লম্বা ৩৩ ফুট। আর ওজন প্রায় ৪০০ কেজি। এতো বড় সাপ দেখলেতো আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো অবস্থাটাই স্বাভাবিক। কিন্তু ব্রাজিলের উত্তরাঞ্চলে নির্মাণাধীণ একটি ভবনের পাশের গুহা থেকে বিশালকারের এই অজগরটি সাহসের সঙ্গেই উদ্ধার করেছেন নির্মাণ শ্রমিকরা। ধারণা করা হচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে বড় অজগর সাপ।

গিনেজ বুকে রেকর্ড করা বিশ্বের সবচেয়ে লম্বা অজগরটির দৈর্ঘ্য ২৫ ফুট ২ ইঞ্চি। এটি যুক্তরাষ্ট্রের কানসাস শহর থেকে উদ্ধার করা হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ব্রাজিলের আলটামিরায় বেলো মন্টি নামে একটি বাঁধ নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। সেখানে একটি গুহায় বিস্ফোরণ ঘটালে ৩৩ ফুট লম্বা সাপটিকে দেখতে পায় শ্রমিকরা। পরে তারা সেখান থেকে সাপটিকে উদ্ধার করে।
ভিডিওতে দেখা গেছে, সাপটি ক্রেনের সঙ্গে পেঁচিয়ে আছে। পরে শ্রমিকরা এটিকে লোহার চেইন দিয়ে বেঁধে রাখেন।

তবে অনলাইনে এই ভিডিওটি প্রকাশের পর অনেকে শ্রমিকদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তারা চেইন দিয়ে সাপটিকে বেধে রাখাকে সমর্থন করতে পারেননি। তবে সাপটি বেঁচে আছে, না কি শ্রমিকরা মেরে ফেলেছে তা এখনো পরিষ্কার নয়।