লণ্ডভণ্ড ক্যারিবীয় ব্যাটিং

ঢাকা টেস্টের চতুর্থ দিন সকালে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। সকালে ১১৩ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছেন বোলাররা।

সকালেই ব্রেক থ্রু এনে দেন পেসার আবু জায়েদ রাহী। মাত্র ২ রান করে রাহীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জোমেল ওয়ারিকান। এরপর কাইল মেয়ার্সও টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ৬ রানে তিনিও ফিরে গেছেন রাহীর বলে। এরপর তাইজুল-নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৭ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। তাইজুল ৪টি ও নাঈম হাসান ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া রাহী নিয়েছেন ২টি উইকেট। এই টেস্ট জিততে হলে বাংলাদেশের দরকার ২৩১ রান। অর্থাৎ জিততে হলে নিজেদের আগের রেকর্ড ভাঙতে হবে বাংলাদেশকে। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল ১০১ রানের।