লক্ষ্মীপুরে মেঘনায় ১০ জেলে আটক

আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল।

বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক কর হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান এবং জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ।

আটক জেলেরা লক্ষ্মীপুর সদর উপজেলা, কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আদালত বসিয়ে আটক জেলেদের দ-সহ জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হবে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ বলেন, ইলিশের প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে এক বছর থেকে দুবছরের জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।