লক্ষাধিক ভোটে মতলব দক্ষিণে জয়ী আ.লীগের কবির

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএইচএম কবির আহমেদ।

ভোটগ্রহণ শেষে মাঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ফলাফল গণনা শেষে বেসরকারিভাবে বিএইচএম কবির আহমেদকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হোসেন।

এতে নৌকা প্রতীকের এ প্রার্থী এক লাখ ৪ হাজার ৪ শ ২৭ ভোট পান। ভোটগ্রহণের দুই দিন আগে ভোট বর্জনকারী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের আব্দুস শুক্কুর পাটোয়ারী পান ২ হাজার ৮ শ ১০ ভোট। ব্যালটের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার ছিলেন এক লাখ ৭৩ হাজার এক শ ৮১ জন। এ উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে মারা যান মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা এইচএম গিয়াসউদ্দিন। তারপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরবর্তীতে তফসিল ঘোষণা করা হলে এতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ থেকে মনোনীত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ এবং বিএনপি থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর পাটোয়ারী।