র‌্যাবের অভিযানে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জে র‌্যাবের অভিযানে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করেছে। র‌্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গত ০৩/০৮/১৯ তারিখ অনুমানিক ১৯.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, (পাহাড়তলী থানা) সিআর মামলা নং-১২০/২০১৪ইং,টংগীবাড়ি থানার রিসিভ নং ৫৭৩/১৯ ইং, ধারাঃ এনআই এ্যাক্ট এর ১৩৮ এর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ সুমন খান প্রঃ মারুফ খান @সুমন (২৮), পিতা- মোহাম্মদ সত্তার খান, প্রোঃ মেসার্স এএস খান ট্রেডার্স, সাং- টংগীবাড়ি হায়াত সুপার মার্কেট, টংগীবাড়ি, মুন্সিগঞ্জ, স্থায়ীঃ খানবাড়ী, ডাক- টংগীবাড়ি-১৬২০, থানা- টংগীবাড়ি, জেলা- মুন্সীগঞ্জ, উক্ত আসামী টংগীবাড়ি থানার পার্শ্বস্থ গরু হাট এলাকা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে সংগীয় ফোর্স সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামীকে একই তারিখ আনুমানিক ২০.২০ ঘটিকার সময় উল্লেখিত স্থান হতে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।