রোমে বাংলাদেশ দূতাবাস ঘেরাও

রোমে বাংলাদেশ দূতাবাস ঘেরাও

পাসপোর্ট দালাল নির্মূল ও দুর্নীতির বিরুদ্ধে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সমিতি ইতালি। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই এ আন্দোলন অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সক্রিয় থাকলেও দূতাবাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ তোলেন কমিউনিটি নেতারা। যদিও তা অস্বীকার করেছেন রাষ্ট্রদূত।

নানা স্লোগানে ইতালিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করলো বাংলাদেশ সমিতি ইতালি। দূতাবাসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও মানবপাচারে দালালদের সহযোগিতার অভিযোগ করে আসছেন কমিউনিটির নেতারা।

বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনসহ কমিউনিটির নেতারা বক্তব্য রাখেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ দূতাবাসঘিরে দালদরে সিন্ডিকেট সক্রিয় থাকলেও, তা নির্মূলে ব্যবস্থা নেয়া হচ্ছে না।

তবে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রবাসীদের জন্য দূতাবাস আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

আগামী ৩ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিউনিটি নেতারা।