রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে

হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন মাথায় রক্তের পরিবহন কমে যাওয়া, শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়া অথবা হঠাৎ করে ভয় পাওয়া।

হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া একজন রোগীর ক্ষেত্রে করণীয় হলো, দ্রুত তাকে একটি পরিষ্কার জায়গায় শুইয়ে দিতে হবে। শুইয়ে প্রথমেই পায়ের নিচে একটি সাপোর্ট দিয়ে পা দুটো উঁচু করে দিতে হবে। এরপর দেখতে হবে রোগী শ্বাস নিচ্ছে কি না। রোগীর হার্ট বিট চলছে কি না। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। রোগীর কাঁধ ঝাকি দিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে, আপনি ঠিক আছেন কি না। এ সময় রোগীর শরীরের আটসাঁট কাপড়গুলো ঢিলা করে দিলে ভালো হয়।

এরপর দ্রুত রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে বা পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। রোগী ডায়াবেটিক  এই বিষয়টি যদি আগে থেকে জানা থাকে, সেই ক্ষেত্রে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে মুখে চিনির শরবত অথবা, আগেই যদি ব্যবস্থা করা যায় শিরায় গ্লুকোজ স্যালাইন দিতে হবে।