রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি প্রদান এবং ব্যাংকিং চ্যানেলে অধিক বৈদেশিক মুদ্রা প্রেরণে উৎসাহিত করার লক্ষ্যে তৃতীয়বারের মতো রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনেকশন্স এন্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক এফ এম মোকাম্মেল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৫ প্রদান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব মো. ইউনুসুর রহমান।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।