রুদ্ধশ্বাস ৩০ মিনিট মিরপুর স্টেডিয়ামে

ক্রীড়া প্রতিবেদক : মিরপুর শের-ই-বাংলায় বৃহস্পতিবার সকাল ১১টায় সন্ত্রাসী হামলার শিকার বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দল! ক্রিকেটারদের জিম্মি করে রেখেছে দূর্ধ্বষ সন্ত্রাসী। চোখের পলকের মধ্যেই উদ্ধারে এসেছে সেনাবাহিনীর ‘এক’ প্যারা কমান্ডো ব্যাটালিয়ান।

একাডেমি মাঠে হেলিকপ্টার থেকে অবতরণের পর ৫০জন সেনাবাহিনীর কমান্ডো মূল স্টেডিয়ামে প্রবেশ করেন। শুরুর হয় বৃষ্টির মতো গুলি বর্ষণ। কমান্ডো দ্রুতই পুরো মাঠ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

ইংল্যান্ড ও বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ঢুকে ক্রিকেটারদের জীবিত উদ্ধার করে একাডেমী মাঠে অবস্থিত হেলিকপ্টারে করে তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। ৩০ মিনিটের সাজানো নাটকের সফল পরিসমাপ্তি সেখানেই!

এতক্ষণ ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা মহড়া চলছিল মিরপুর শের-ই-বাংলায়। সফলভাবে শেষ হয় সেনা অভিযানের মহড়া। ৩০ মিনিটের এ সাজানো নাটকের মধ্য দিয়ে বিশ্ব দরবারে পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশ, ‘নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই এখানে।’%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-2

bangladesh

ইংল্যান্ড দলকে নিরাপত্তা দিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে বাংলাদেশ। নাশকতা এড়াতে পুরো সিরিজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবে সেনাবাহিনীও। জরুরি প্রয়োজনে ৩০ মিনিটের মধ্যে স্টেডিয়াম পাড়ায় আসবে সেনাবাহিনী।

‘এক’ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ান অধিনায়ক লে কর্নেল এম এম ইমরুল হাসান মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে অবদান রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে যেকোনো দায়িত্ব প্রদান করলে তা সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা সব সময়ই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় চলমান বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের নিরাপত্তার স্বার্থে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র বিশেষায়িত ফোর্স ‘এক’ প্যারা কমান্ডো ব্যাটালিয়ান বাংলাদেশ আর্মি এভিয়েশন এবং বাংলাদেশ বিমানবাহনী এবং সাথে অন্যান্য আইনশৃংখলাবাহিনী সকল সদস্যদের সমন্বয়ে একটা সার্বিক মহড়া এইমাত্র অনুষ্ঠিত হলো।’%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87

bangladesh

সেনাবাহিনীর মহড়া মাঠে উপস্থিত থেকে দেখেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন। পুরো মহড়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন সফরকারী দলের কর্মকর্তা। মহড়া শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আজ এখানে উপস্থিত থেকে বাংলাদেশ আর্মির শক্তি ও সামর্থ্য সম্পর্কে পূর্ণ ধারণ পেয়েছি। সত্যিই তাদের এ নিরাপত্তা ব্যবস্থা ক্রিকেটারদের এখানে সফর করতে উৎসাহিত করবে। বাংলাদেশ এখন পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থা পেয়েছি তা এক কথায় অসাধারণ।’