রিয়াল মাদ্রিদের মাঝমাঠে সফল একজন মিডফিল্ডার ইস্কো

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদের মাঝমাঠে সফল একজন মিডফিল্ডার ইস্কো। ২০১৩ সালে মালাগা থেকে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবটির অনেক সাফল্যের অংশীদার তিনি।

রিয়াল মাদ্রিদের অনেক খেলোয়াড়েরই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার প্রতি একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে। সুযোগ পেলেই এক দলের খেলোয়াড়রা অন্যদের খুঁচিয়ে দেওয়ার চেষ্টায় থাকেন। এবার বার্সেলোনার সেরা তারকা মেসির নাম নিয়ে ভিন্ন এক সমালোচনার জন্ম দিয়েছেন রিয়াল তারকা ইস্কো।

স্প্যানিশ মিডফিল্ডার ইস্কো জানিয়েছেন, মেসি নাকি জন্ম থেকেই রিয়াল মাদ্রিদের ভক্ত। অবশ্য পরে ব্যাখা দিয়ে বলেন এই মেসি বার্সেলোনার সুপারস্টার মেসি না, এটা হচ্ছে তার পোষা কুকুর মেসি।

২০১৩ সালে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ার সময় ইস্কো তার পোষা কুকুরের নাম মেসি জানিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘আমি আমার কুকুরের নাম ‘মেসি’ রেখেছি। কেননা মেসি বিশ্বের সেরা ফুটবলার, একই ভাবে আমার কুকুরটাও বিশ্বসেরা।’

ইস্কো আরো জানান, গত মে মাসের পর থেকে নাকি কুকুর ‘মেসি’কে নিয়ে হাঁটতে যেতে পারেন না তিনি। কেননা রাস্তায় পেছনে থাকলে কুকুরটিকে মেসি বলে ডাকা সম্ভব হয় না।’

সম্প্রতি ‘কেদেনা কোপকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ইস্কো বলেন, ‘অন্য দুটি কুকুর জুনিয়র ও বুবু রিয়াল মাদ্রিদের ভক্ত। সেই সঙ্গে মেসিও জন্ম থেকে রিয়ালের ভক্ত।’