রিয়ালের স্ট্রাইকার মারিয়ানো করোনা পজিটিভ

রিয়াল স্ট্রাইকার মারিয়ানো

করোনাভাইরাসের প্রভাব কমায় মাঠে ফিরেছে ফুটবল। লম্বা সময় পর ফুটবলের প্রত্যাবর্তনের পর লা লিগা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এমন আনন্দের মুহূর্তেও খারাপ খবর শুনতে হচ্ছে জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। করোনার প্রভাব যখন কমতে শুরু করেছে ঠিক তখনই এলো রিয়ালের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজের করোনা পজিটিভ হওয়ার খবর।

শিরোপা জয়ের পর ছুটিতে ছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। ছুটি শেষে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ ষোলোর প্রস্তুতি নেওয়ার জন্য অনুশীলনে ফিরেছেন তাঁরা। এর মাঝেই হঠাৎ খবর আসে করোনা আক্রান্তের।

তবে নির্দিষ্টভাবে করোনায় আক্রান্ত হয়েছেন কে? এ নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা। তবে পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতে খবরটা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ক্লাবের মূল স্কোয়াডের খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। সে পরীক্ষায় মারিয়ানো পজিটিভ হয়েছেন। তবে সে সম্পূর্ণ সুস্থ আছে এবং ঘরে আইসোলেশনের সব নিয়ম মানছে।’

৭ আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগ খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। তবে সে ম্যাচে খেলা হচ্ছে না মারিয়ানোর।