রিশা হত্যার বিচার দাবি করেছে

নিজস্ব প্রতিবেদক : কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাসহ সকল শিশু হত্যার দ্রুত বিচার দাবি করেছে খেলাঘর ঢাকা মহানগর নামে সংগঠনটি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, দেশ জুড়ে এখন এক বিভীষিকাময় পরিস্থিতি বিরাজমান। দেশের কোথাও না কোথাও প্রতিদিন ঘটছে শিশু হত্যা, শিশু নির্যাতন। চাঁদপুরের কচুয়া উপজেলার বাগদী ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী আক্তার। পরীক্ষা ফির ৮০ টাকার জন্য প্রখর রৌদ্রে দাঁড় করিয়ে রেখেছিল। সেই ছাত্রী আত্মহত্যা করে জীবন পরীক্ষার সমাপ্তি টেনেছে। আর রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার উপর প্রকাশ্যে আক্রমণ করা হয়। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিশা। এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন তারা।

খেলাঘর ঢাকা মহানগরের চেয়ারপারসন মাহফুজা খানমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর ঢাকা মহানগর সভাপতি সৌমেন পোদ্দার, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদ রিপন প্রমুখ।