রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বুধবার (২ ডিসেম্বর) এ পরোয়ানা জারি করেন। রিতা দেওয়ান ছাড়া মামলার বাকি দুই আসামি হলেন- শাজাহান ও ইকবাল।

পালা গানের মাধ্যমে তারা ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করেছেন বলে যে অভিযোগ করা হয়েছিল, সেটির ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে জানিয়ে গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। এর আগে, ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান গত ২ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে এই অভিযোগ দায়ের করলে বিচারক পিবিআইকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ (১) ধারায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান সৃষ্টিকর্তাকে নিয়ে ‘ধৃষ্টতা ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। ইউটিউবে সেই পালা গানের ভিডিও ছড়িয়ে পড়ায় তা মানুষের ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হেনেছে বলে মনে করেছেন আইনজীবী ইমরুল হাসান।

ওই গানটি নিয়ে সমালোচনা হওয়ায় গত ১ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্ষমা চেয়েছিলেন বাউল শিল্পী রিতা দেওয়ান।