রিজেন্টকাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে

রিজেন্টকাণ্ডের নায়ক শাহেদের প্রতারণার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ব্যাংকে ঋণ জালিয়াতিতে সিদ্ধহস্ত তিনি। ছয়টি ব্যাংকে তার অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। এর মধ্যে আজ সোমবার (১৭ আগস্ট) ফারমার্স ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় শাহেদকে প্রথমদিনের জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব বলছেন, তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে স্বাস্থ্যমন্ত্রীকেও।

কখনো হাসপাতালের নামে কখনো রিজেন্ট গ্রুপের নামে ব্যাংক ঋণ নিয়ে ফেরত দেননি শাহেদ। সুদ-আসলে বকেয়া ঠেকেছে ২ কোটি ৭১ লাখ টাকায়। ফারমার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলায় সাতদিনের রিমান্ডের প্রথমদিনে কেরানীগঞ্জ কারাগার থেকে শাহেদকে আনা হয় দুদক কার্যালয়ে।

টানা জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব জানান, শুধু ঋণ কেলেঙ্কারি নয়, রিজেন্টের সঙ্গে কি করে চুক্তি সই হলো তা জানতে জিজ্ঞাসাবাদকরা হতে পারে স্বাস্থ্যমন্ত্রীসহ যে কাউকে।

শাহেদের বিরুদ্ধে এনআরবি ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় এরই মধ্যে মামলা করেছে দুদক। এছাড়া তথ্য উপাত্ত চাওয়া হয়েছে আরো চার ব্যাংকের কাছে।