রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন কমিশন গঠন প্রশ্নে রাষ্ট্রপতির কাছে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে।

সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রপতির আহ্বানে বঙ্গভবনে প্রবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের ১০ সদস্যের প্রতিনিধিদল।

সংলাপ শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে বঙ্গভবন থেকে বের হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন।

প্রস্তাবগুলো হলো-
১. স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সুস্পষ্ট বিধিমালা ও আইন প্রণয়ন।

২. নির্বাচন কমিশনের জন্য পৃথক সচিবালয় গঠন।

৩. সব নিবন্ধিত দলের প্রস্তাবনা মোতাবেক ঐকমত্যের ভিত্তিতে ইসি পুনর্গঠন।

৪. বিতর্কিত নন এবং সবার কাছে গ্রহণযোগ্য প্রাক্তন প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন কোনো বিচারপতিকে প্রধান নির্বাচন কমিশন নিয়োগ করা।

৫. নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন, যেখানে একজন বিশিষ্ট আলেম সদস্য থাকবেন।