রাশিয়ায় নির্বাচনে পুতিন-সমর্থকরা এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পার্লামেন্টে নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থিত রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া এগিয়ে রয়েছে।

রোববার রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রফেরত জরিপ ও আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, পুতিন সমথর্করা অর্ধেকের বেশি আসনে জয়ের পথে রয়েছে। ফলাফলের বিষয়ে পুতিন বলেছেন, নির্বাচনে দল (ইউনাইটেড রাশিয়া) ভালো ফল অর্জন করেছে।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

ইউনাইটেড রাশিয়ার পরে আছে জাতীয়তাবাদী দল এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি। তারা উভয়েই ১৪-১৬ শতাংশ ভোট পেতে পারে।

উদারপন্থি বিরোধীদলগুলো পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য সর্বনি¤œ ৫ শতাংশ ভোটও পাবে না হয়তো। তবে এসব দলের কিছু প্রার্থী নিজ নিজ আসনে জয়ী হতে পারেন।

ভিটিএসআইওএম পরিচালিত কেন্দ্রফেরত জরিপে উঠে এসেছে, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধানী ইউনাইটেড রাশিয়া ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে। তবে পাবলিক ফাউন্ডেশনের জরিপে তারা ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে।

এদিকে প্রায় ৫০ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, কেন্দ্রফেরত জরিপের ফলের চেয়ে ইউনাইটেড রাশিয়া আরো বেশি ভোট পেয়ে বিজয়ের পথে রয়েছে। গণনাকৃত ভোটের ৫০ শতাংশের বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া।

কেন্দ্রফেরত জরিপে মতে, এলডিপিআর অথবা কমিউনিস্ট পার্টি যে কোনো দলই দ্বিতীয় অবস্থানে থাকতে পারে। তবে তারা উভয়েই ইউনাইটেড রাশিয়ার চেয়ে অনেক পেছনে থাকেব। চতুর্থ অবস্থানে থাকতে পারে ‘এ জাস্ট রাশিয়া’ দলটি।