রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আভাস ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অন্তত কিছু দিনের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানান তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন ট্রাম্প। সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, একটা সময় পর্যন্ত রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা থাকবে। তবে পরে তা প্রত্যাহার করা হতে পারে- যদি রাশিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধ অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা করে।

ট্রাম্প বলেন, ‘যদি আপনি সফল হতে চান এবং রাশিয়া আমাদের সহযোগিতা করে এবং কেউ যদি সত্যিই ভালো কিছু করে, তাহলে কেন কেউ নিষেধাজ্ঞা আরোপ করবে?’

ট্রাম্প জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছেন। এ ছাড়া এই সাক্ষাতের ব্যবস্থা রাশিয়ার প্রেসিডেন্টই করবেন বলে আশা প্রকাশ করেন।

ওবামার শাসনের শেষ মাসে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ এনে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এদিকে চীন প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘এক চীন নীতি’সহ অন্যান্য বিষয় নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে।’