রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় বিশ্ব মানবাধিাকার দিবসে গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর উদ্যোগে শহীদ হাদিস পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে। অবিলম্বে দেশে ভারতীয় আগ্রাসন, রামপাল বিদ্যুৎকেন্দ্র ও মিয়ানমারে গণহত্যাসহ সকল নির্যাতন বন্ধ করতে হবে।

এ অবস্থায় দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।

এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

অধিকার খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, সাংবাদিক এহতেশামুল হক শাওন, অ্যাডভোকেট এসএম ওয়াছিউর রহমান হিরকসহ আরো অনেকে।