রামপালে নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে কাল

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আগামীকাল শনিবার বিকেল ৪টায় গণভবনে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

 

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে-বিপক্ষে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবনের পরিবেশ হুমকিতে ঠেলে দেবে বলে আশঙ্কা পরিবেশবাদীদের। প্রকল্পটি বাতিলের দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন।

 

এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল প্রকল্পকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে সুন্দরবনের কাছ থেকে অন্য এলাকায় সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দলটির পক্ষ থেকে ঘোষণা এসেছে, সরকারের অবস্থান বুঝে পরবর্তী কর্মসূচি দেবে তারা।

 

প্রসঙ্গত, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের চুক্তি হয়েছে।