বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক

রাদল রায়ের শারীরিক অবস্থার অবনতি

ক্যান্সার আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রাদল রায়। তার অবস্থার অবনতি হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দল ও মোহামেডানে বাদল রায়ের সতীর্থ আবদুল গাফফার।

আবদুল গাফফার জানান, বাদলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ডায়ালাইসিসও করতে হচ্ছে। সিটি স্ক্যানের পর যকৃতে ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার স্টেজ-৪ অবস্থা। এখান থেকে সুস্থ হওয়া কঠিন বলে দিয়েছেন চিকিৎসকরা। বেশিদিন বাঁচানো কঠিন। বিদেশে নিলেও কোনও লাভ হবে না। শরীরে পানিও জমে গেছে। ঠিক মতো কথা বলতে পারে না। জড়িয়ে যায়।

গেল শতকের ৮০’র দশকে মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছেন বাদল রায়। জাতীয় দলেও তার সমান আধিপত্য ছিল। সংগঠক হিসবেও সুনাম কুড়িয়েছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।