রাজশাহীতে ২৬ হাজার ২৮৮ মেট্রিক টন মাছ বেশি উৎপাদিত হয়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বছরের চাহিদা মিটিয়ে রাজশাহীতে ২৬ হাজার ২৮৮ মেট্রিক টন মাছ বেশি উৎপাদিত হয়।

রাজশাহীতে বছরে মাছ উৎপাদন হয় ৮০ হাজার ২৮১ মেট্রিক টন। বিপরীতে চাহিদা আছে ৫৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অফিসের আয়োজনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মৎস্য উপপরিচালকের দপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, উপ-প্রকল্প পরিচালক রেজাউল ইসলাম, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, পবা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, রাজশাহী মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আব্দুল খালেক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী জেলায় ৪১ হাজার ৮৭৬টি পুকুর ও দিঘি (৭ হাজার ২৯৪ হেক্টর), বাণিজ্যিক খামার ৬ হাজার ১০৮টি (৩ হাজার ৪৬২ হেক্টর), বরোপিট ২৪২টি (৩৬৭ দশমিক ৬৮ হেক্টর), ২১টি নদীতে (৯ হাজার ১৬০ দশমিক ৪৭ হেক্টর), ৬৬টি খাল (২৭৮ দশমিক ৬৪ হেক্টর), ৭৩টি বিল (৭ হাজার ৭১ হেক্টর) ও ৮৪টি প্লাবন ভূমিতে (১১ হাজার ১৪৫ হেক্টর) মাছচাষ করা হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী মৎস্য অফিসের বিভিন্ন কার্যক্রম, সফলতা, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরা হয়।