রাজবাড়ীতে পানিবন্দি ৪০ হাজার মানুষ

পদ্মা নদীর পানি ছুটছে বিপদসীমার উপর দিয়ে। এরই মধ্যে পানিবন্দি পরিবারগুলো অবস্থান নিয়েছে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের অন্তার মোড় এলাকায়। দেখা দিয়েছে গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। তাছাড়া ডাকাত আতঙ্কে রাত জেগে গরু ছাগল পাহারা দিতে হচ্ছে বাধে অবস্থান নেয়া মানুষদের।

রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবোগ্রাম, কালুখালী উপজেলার রতনদিয়া ও পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ১০ হাজার পরিবারের অন্তত ৪০ হাজার মানুষ পানিবন্দি আছে। জেলা প্রশাসন থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তার কথা বলা হলেও একে বারেই অপ্রতুল বলছেন পানিবন্দি মানুষ। তারা জানান, কেউ একবার দশ কেজি চাল পেয়েছেন আবার অনেকেই পাননি এক কেজি চালও।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে শনিবার (২৫ জুলাই) ২৪ ঘণ্টায় পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়ে পানি এখন বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।