রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেপ্তারি পরোয়ানা

জ্যেষ্ঠ প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় সরকার জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য একের পর এক মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাচ্ছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে আদালতের অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। কিন্তু ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ আক্রোশমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করে চলেছে।’

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে রিজভী গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, ‘এখন দেশে কোন গণতন্ত্র নেই, মানুষের বাকস্বাধীনতা বলতে কিছু নেই, চারদিকে চলছে ভয়াবহ দূঃশাসন আর নিপীড়ন। নির্মম নির্যাতন, নিপীড়ন ও রক্তাক্ত জনপদের নগরীতে পরিণত হয়েছে। সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘদিন কুক্ষিগত করে রাখতে মামলা, হামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘এখন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ তথা সকল বিভাগই এখন সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারি সরকারের ইচ্ছারই প্রতিফলন।’

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে সরে আসার দাবি জানিয়ে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে পুলিশের ‘হামলা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।