রাজনৈতিক দলে নারী অন্তর্ভুক্তির মেয়াদ বাড়াতে চায় আ.লীগ

আওয়ামী লীগ

গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলগুলোর সর্বস্তরে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির মেয়াদ আগামী ২০২৫ সাল পর্যন্ত বাড়াতে মতামত দিয়েছে আওয়ামী লীগ

বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন অফিসে আরপিও নিয়ে দলের মতামত এবং ২০‌১৯ সালের আয়-ব্যয়ের বিবরণী জমা দিয়েছে দলটি।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহানের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে যান। এসময় দলের ২০১৯ সালের আয়-ব্যয়ের বার্ষিক বিবরণী কমিশনের সিনিয়র সচিবের কাছে জমা দেন।

বিবরণীতে বলা হয়, ২০১৯ সালের শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বমোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯৩ টাকা। এর মধ্যে নগদ আছে ৫ লাখ ১৩ হাজার ৭১৭ টাকা এবং ব্যাংকে জমা আছে ৫০ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৮৭৬ টাকা। আয় বেড়েছে শতকরা ৩৫ ভাগ । এছাড়া আরপিও’র প্রতিটি ধারা নিয়ে দলের মতামত তুলে ধরা হয়েছে বলে জানান আবদুস সোবহান।