রাজধানী মোহাম্মদপুরে থেকে ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে সড়কে নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতরাত ৮টার পর এ হত্যাকাণ্ড ঘটে বলে মনে করছে পরিবার। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

রাজধানীর ঢাকা উদ্যানের একতা হাউজিংয়ের ৮ নম্বর সড়ক। রাত আনুমানিক সাড়ে আটটা। বন্ধুদের সাথে আড্ডারত ছেলে জানতে পারেন খুন হয়েছে বাবা। বন্ধুদের নিয়ে দৌড়ে এসে দেখতে পান পড়ে আছে রক্তাক্ত নিথর দেহ।

রড, বালু, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা করতেন মো. শেরু মিয়া।

নিহতের স্ত্রী জোসনা বেগম জানান, শনিবার সারাদিন ঢাকার বাইরে ছিলেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে শেখেরটেকের বাসায় আসেন। বাসায় ঢুকতেই কেউ ফোন করে ডেকে নিয়ে যায় তাকে। পরে খবর পান খুন হয়েছেন তার স্বামী।

গলা, মাথা, ঘাড়, বুক এবং পেটে ছুরি চালিয়ে শেরু মিয়াকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের ইন্সপেক্টর মো. দুলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি পূর্বশত্রুতার জন্য এমনটা হয়ে থাকতে পারে। এটা নিয়ে আমরা কাজ করছি।

ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। সংগ্রহ করা হয়েছে সিসিটিভির ফুটেজও।