রাজধানীর বিভিন্ন স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে।

শুক্রবার বিকেলে সম্মেলন এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘সম্মেলনকে ঘিরে রাজধানী জুড়ে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে। শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও গেটে তল্লাশি করা হবে। আওয়ামী লীগ একটি দায়িত্বশীল রাজনীতিক দল। এ কারণে তেমন কোনো ঘটনা ঘটবে না।’

তিনি আরো বলেন, ‘সম্মেলনস্থল ও মঞ্চের চারদিকে পুলিশের সঙ্গে সরকারের অন্য সংস্থার লোকজন থাকবে। বোমা ডিস্পোজাল ইউনিট এবং সোয়াত টিমও উপস্থিত থাকবে। একইসঙ্গে সম্মেলনের নিরাপত্তার স্বার্থে পুলিশের নির্দেশ মেনে চলার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন।’

এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।