রাজধানীর বংশালের মাদ্রাসায় ট্রান্সফরমার বিস্ফোরণে ছয় শিক্ষার্থী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটলে শিক্ষার্থীরা আহত হয়। পরে মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীর বংশালের মোহাম্মদীয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ট্রান্সফরমার বিস্ফোরণে ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তারা হলো- মো. মাসুদ (৮), আ. রহমান (৯), মো. আশিক (৭) মো. মোস্তাকিন (৮), মো. জাদেব (৬) ও সাজ্জাদ হোসেন (৮)।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, সবাই আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।