রাজধানীতে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে সড়ক দুর্ঘটনায় মীর হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মীর হোসেন বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

যাত্রাবাড়ী থানার উপপরিদশর্ক (এসআই) মো. মনির হোসেন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের কুতুবখালী ঢালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। তখন একটি ট্রাক-বাসের পেছনে ধাক্কা দিলে বাস ওই পথচারীকে চাপা দেয়। এতে মীর হোসেন আহত হন। পরে পথচারীরা মীর হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তি কুমিল্লায় কাঁচামালের ব্যবসা করতেন। কোনো কাজে ভোরে ঢাকায় আসছিলেন তিনি। তখনই এ দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পরপর বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।