রাজধানীতে মাটির নিচ দিয়ে তার টানার কাজ শুরু

রাজধানীকে ঝুলন্ত তারমুক্ত করে মাটির নিচে নিতে কাজ শুরু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর জিগাতলা থেকে কাজ শুরু করে আইএসপিএবি ও কোয়াব। তারা বলেন, জনভোগান্তি রোধে রাতের বেলা কাজ চলবে।

গত রোববার ঢাকা দক্ষিণ সিটি মেয়রের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরের মধ্যেই ঝুলন্ত তার অপসারণের চেষ্টা করবেন বলে জানান সংগঠনের নেতারা।

রাস্তাখোড়ার পাশাপাশি মাটির নিচে ড্রিলিং করে রাস্তা অক্ষত রেখে তার টানার পাইপলাইন করা হবে। লাইন টানা শেষ হলে ঝুলন্ত তার কাটা হবে, এতে গ্রাহকরা সেবাবঞ্চিত হবেন না বলে জানান তারা।