রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় লিটন হোসেন (২৩) ও ইয়া রসূল (৬০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল-দুপুরের মধ্যে এ দুর্ঘটনাগুলো ঘটে।

মরদেহ দুটি ময়নাতদন্তরের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত লিটনকে হাসপাতালে নিয়ে আসা ঠিকাদার জাহিদ হোসেন জানান, তেজগাঁও মনিপুরিপাড়া এলাকার একটি নির্মাণাধীন পঞ্চম তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন লিটন। এক পর্যায়ে নিচ থেকে বালু তোলার সময় নিচে পড়ে যান লিটন। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত লিটন কুড়িগ্রাম কচাকটা উপজেলার দুলাল মিয়ার ছেলে। তিনি নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

এদিকে, ইয়া রসুলের দূরসম্পর্কের আত্মীয় আমানউল্লাহ জানান, রসূল আগে মাছ ব্যবসা করতেন। দুপুরে একটি কাজের জন্য খিলক্ষেত রেললাইন এলাকায় যান। সেখানে রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় টঙ্গীগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শরিয়তপুর নড়িয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মোতালেব সরদারের ছেলে তিনি। পরিবার নিয়ে রুপনগর আবাসিক এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।